অ্যাকসেসিবিলিটি লিংক

আগামী বছর হজ যাত্রা শুরুর বার্তা দিল  ভারতের কেন্দ্রীয় সরকার


হজ যাত্রা শুরুর বার্তা দিল  ভারতের কেন্দ্রীয় সরকার
হজ যাত্রা শুরুর বার্তা দিল  ভারতের কেন্দ্রীয় সরকার

করোনা সংক্রমণের জন্য চলতি বছরে হজ যাত্রা বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু আগামী বছরে ফের হজ যাত্রা শুরুর বার্তা দিল  ভারতের কেন্দ্রীয় সরকার।

করোনা সংক্রমণের জন্য চলতি বছরে হজ যাত্রা বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু আগামী বছরে ফের হজ যাত্রা শুরুর বার্তা দিল ভারতের কেন্দ্রীয় সরকার।

তৈরি করা হয়েছে গাইডলাইন। সৌদি-আরব যে স্বাস্থ্যবিধি জারি করেছে সেই স্বাস্থ্যবিধির সঙ্গে সহমত কেন্দ্রীয় বিদেশমন্ত্রক বলে খবর।

ভারতের কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের তরফে হজ যাত্রার নির্দেশিকা সামনে আনা হয়েছে। নির্দিষ্ট বয়সের সীমা বেঁধে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, বয়স্কদের (৬৫ বছরের ঊর্ধ্বে) যেহুতু করোনা সংক্রমণের প্রভাব বেশি তাই, হজে যেতে পারবেন না তাঁরা।

ইতিমধ্যেই শুরু হয়েছে অনলাইন আবেদন। হজে যেতে হলে এবছর অনলাইনে আবেদন করতে হবে। ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে আবেদন পক্রিয়া। ২০২১ সালের হজ যাত্রার জন্য অনলাইন, অফলাইন ও হজ মোবাইল অ্যাপলিকেশনে আবেদন করা যাবে। হজ যাত্রীদের আরটি-পিসিআর টেস্ট করা হবে। যার রিপোর্ট নেগেটিভ এলে তা জমা দিতে হবে সৌদি আরবের বিমানে ওঠার ৭২ ঘণ্টা আগে বলেই খবর।


XS
SM
MD
LG