দুটি সমাবেশ ঘিরে রাজনীতিতে আচমকা উত্তাপ ছড়িয়েছে। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে চায় বিএনপি। কিন্তু এখন পর্যন্ত অনুমতি পায়নি দলটি। একই দিন মহানগর নাট্যমঞ্চে আওয়ামী লীগ নাগরিক সমাবেশের কর্মসূচি দিয়েছে। বিএনপি নেতারা বলছেন, তারা বৃহস্পতিবার কর্মসূচি পালন করতে চেয়েছিলেন। পুলিশই তাদেরকে শনিবার করতে বলেছিল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোন কর্মসূচিতে তারা বাধা দেবেন না। তবে বিএনপি যদি বেশি লাফালাফি করে তখন আওয়ামী লীগ ঘরে বসে ডুগডুগি বাজাবে না।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, তারা শান্তিপূর্ণ সমাবেশ করতে চান। কিন্তু সরকারি দলের লোকজন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এখন পর্যন্ত বিষয়টি খোলাসা করেনি।
এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।