অ্যাকসেসিবিলিটি লিংক

আটকে পড়া অভিবাসীদের জাহাজকে নোঙ্গর করতে দিয়েছে স্পেন


Migrants, part of a group intercepted aboard two dinghies off the coast in the Mediterranean Sea, stand on a rescue boat upon arrival at the port of Malaga, Spain, June 9, 2018.
Migrants, part of a group intercepted aboard two dinghies off the coast in the Mediterranean Sea, stand on a rescue boat upon arrival at the port of Malaga, Spain, June 9, 2018.

সোমবার ৬০০র বেশী অভিবাসন প্রত্যাশী সহ একটি জাহাজকে নোঙ্গর করার অনুমতি দিয়েছে স্পেন। তার আগে ইটালী ও মাল্টা ওই জাহাজকে নোঙ্গর করতে দেয়নি।

স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ যিনি মাত্র এক সপ্তাহ ধরে ক্ষমতায় আছেন, তিনি ভ্যালিন্সিয়া বন্দরে জাহাজটিকে ডক করার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে ওই তথ্য প্রকাশ করা হয়।

অ্যাকোয়েরিয়াস জাহাজাটিতে ৬২৯ জন অভিবাসী আছে। তাদের মধ্যে রয়েছে অভিভাবক ছাড়া ১০০ শিশু।

জার্মান দাতব্য সংস্থা এসওএস মেডিটেরেনি জানিয়েছে, লিবীয় উপকূল থেকে এসব অভিবাসন প্রার্থীদের উদ্ধার করা হয়েছে।

XS
SM
MD
LG