আফগানিস্তানের বেশিরভাগ অঞ্চলের নিয়ন্ত্রণ এখন তালিবানের কাছে। গত এক সপ্তাহে দেশের ৩৪টির মধ্যে ২৫টি প্রাদেশিক রাজধানী তাদের অধীনে। শনিবার দেশের চতুর্থ বৃহত্তম শহর মাজার-ই-শরিফসহ কয়েকটি শহর দখল করেছে তালিবান। রবিবার জালালাবাদের নেতৃবৃন্দ আত্মসমর্পণ করেছে তালিবানের কাছে।
আফগানিস্তানের সর্ব সাম্প্রতিক অবস্থাঃ
১৫ই আগস্ট- জালালাবাদ। সরকারের নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ শহর যা তালিবানের দখলে চলে গেছে। কাবুলের ১৩০ কিলোমিটার দূরে আফগানিস্তানের পঞ্চম বৃহৎ শহর জালালাবাদ পূর্ব নাঙ্গারহার প্রদেশের রাজধানী।
১৪ই আগস্ট- তালিবান বাহিনী রাজধানী কাবুলের কাছাকাছি চলে আসায় কাবুলে থাকা আগের ৩০০০সহ যুক্তরাষ্ট্রের আরও ১০০০ সেনা সদস্য মোতায়েনের
নির্দেশ দেন প্রেসিডেন্ট জো বাইডেন। যাতে করে কূটনৈতিক কর্মকর্তা ও মিত্রদেরকে সেখান থেকে সরিয়ে নেয়ার কাজে তারা সাহায্য করে।
১৪ই আগস্ট- উত্তর বালখ প্রদেশের রাজধানী মাজার-ই-শরিফ দখল করে তালিবান। তালিবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে উজবেকিস্তানের সীমান্ত শহর মাজার-ই-শরিফ দখলের ঘোষণা দেয়।
১৪ই আগস্ট- প্রেসিডেন্ট আশরাফ গনি টেলিভিশন ভাষণে বলেন যুদ্ধ বন্ধে আলোচনা চলছে। তিনি সেনা বাহিনীকে পুনরুজ্জীবিত করার আহ্বান জানান।
১৪ই আগস্ট- শনিবার বিকালে কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদ দখল করে তালিবান।
১৩ই আগস্ট- তালিবানের সঙ্গে সমঝোতা আলোচনা থেকে কাতারের দোহা থেকে ফেরেন আব্দুল্লাহ আব্দুল্লাহ। শোনা যায় তালিবান ও প্রেসিডেন্ট আশরাফ গনির মধ্যের যুদ্ধ বিরতির চুক্তি হয়েছে। Afghanistan's High Council for National Reconciliation এর প্রধান গনির সিদ্ধান্ত নিয়ে আলোচনার লক্ষ্যে দোহা ফিরে যান।
১৩ই আগস্ট- ক্যানাডা ২০ হাজার আফগান শরণার্থীকে আশ্রয় দিতে সম্মত হয়। এপি জানায় শুক্রবার আফগান শরণার্থীদের নিয়ে প্রথম বিমানটি টরোন্টো পৌঁছেছে। ।
১৩ই আগস্ট- নেটো মহাসচিব জেন্স স্টোলেনবার্গ বলেন আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে জোটভুক্তদের মধ্যে আলোচনার জন্যে North Atlantic Council এ মিলিত হবেন। তিনি বলেন, কাবুলে নেটোর কূটনৈতিক উপস্থিতি অব্যাহত থাকবে এবং যতোটা সম্ভব আফগান সরকার ও নিরাপত্তা বাহিনীকে সহায়তা করবে।
আফগানিস্তানের ৩৪টি প্রাদেশিক রাজধানীর মধ্যে তালিবানের দখলে যাওয়া রাজধানীসমূহঃ
১৫ই আগস্ট- জালালাবাদ-পূর্ব নাঙ্গারহার প্রদেশের রাজধানী।
১৪ই আগস্ট- মাজার-ই-শরিফ- উত্তর বালখ প্রদেশের রাজধানী।
১৪ই আগস্ট- আসাদাবাদ- পূর্ব কুনার প্রদেশের রাজধানী।
১৪ই আগস্ট- মাইমানা- উত্তরাঞ্চলীয় প্রদেশ ফারিয়াবের রাজধানী।
১৪ই আগস্ট- মিহতারলাম – পূর্বাঞ্চলীয় প্রদেশ লাঘমানের রাজধানী।
১৪ই আগস্ট- গারদিজ- পূর্বাঞ্চলীয় প্রদেশ পাক্তিয়ার রাজধানী।
১৪ই আগস্ট- শারানা- দক্ষিন-পূর্বাঞ্চলীয় প্রদেশ পাক্তিকার রাজধানী।
১৩ই আগস্ট- কালাত- জাবুলের রাজধানী।
১৩ই আগস্ট- পল-ই-আলম- প্রেসিডেন্ট গনির শহর লোগারের রাজধানী।
১৩ই আগস্ট- ফিরুজকোহ- ঘোর প্রদেশের রাজধানী।
১৩ই আগস্ট- তারিঙ্কত- উরুজঘানের রাজধানী।
১৩ই আগস্ট- লস্কর গাহ – হেল্মন্দের রাজধানী।
১২ই আগস্ট- কান্দাহার- কান্দাহারের রাজধানী।
১২ই আগস্ট- হেরাত- কেরাতের রাজধানী।
১২ই আগস্ট- কালা-ই-নাও- বাদ্ঘিসের রাজধানী।
১২ই আগস্ট- গজনী- গজনীর রাজধানী।
১১ই আগস্ট- ফাইজাবাদ- বাদাখশানের রাজধানী।
১০ই আগস্ট- ফারাহ- ফারাহ প্রদেশের রাজধানী।
১০ই আগস্ট- পুল-ই-খুমরি- বাঘলানের রাজধানী।
৯ই আগস্ট- আয়বাক- সামাঙ্গানের রাজধানী।
৯ই আগস্ট- তালোকান- তাখার প্রদেশের রাজধানী
৮ই আগস্ট- কুন্দুজ- কন্দুজের রাজধানী।
৮ই আগস্ট- সার-ই-পুল - সার-ই-পুল এর রাজধানী।
৭ই আগস্ট- শেবারঘান – জাওজান প্রদেশের রাজধানী।
৭ই আগস্ট- জারাঞ্জ- নিমরোজ প্রদেশের রাজধানী।
(কিছু তথ্য রয়টার্স ও এপি থেকে নেয়া)