অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় ৩ নেটো সেনা নিহত হয়


Afghanistan

আফগানিস্তানে নেটোর রেসোলিউট সাপোর্ট মিশন রবিবার ঘোষণা করেছে তাদের তিন সেনা নিহত হয় যখন স্থানীয় বাহিনীর সঙ্গে নেটো সেনারা পায়ে হেঁটে নিয়মিত টহল দেওয়ার সময় এক আত্মঘাতী বোমা হামলাকারী আক্রমণ চালায়।

ওই মিশন থেকে আরও বলা হয় ওই ঘটনায় যুক্তরাষ্ট্রের একজন এবং দুই আফগান সেনা আহত হয়েছে।

রেসোলিউট সাপোর্ট মিশন পরে এই খবর নিশ্চিত করেছে যে নিহত সেনারা চেক প্রজাতন্ত্রের নাগরিক ছিল।

নেটো মিশন থেকে বলা হয়নি আক্রমণ কোথায় হয়। আফগান কর্মকর্তারা বলেন রাজধানী কাবুলের প্রায় ৬০ কিলোমিটার উত্তরে পারওয়ান প্রদেশে আত্মঘাতী বোমা হামলা হয়।

তালেবান এ হামলার দায় স্বীকার করেছে।

XS
SM
MD
LG