সোমবার আফগানিস্তানে পোলিও টিকা দেওয়ার অভিযান শুরু হয়। তবে উদ্বেগ দেখা দিয়েছে যে বিদ্রোহীরা টিকা দেওয়ার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা জারি করেছে তার ফলে লক্ষ লক্ষ শিশু হয়ত এই টিকা পাবে না।
কর্মকর্তারা বলেছেন ৫ দিনের এই অভিযানে প্রায় বাহান্ন হাজার আফগান কর্মী, ৫ বছরের কম বয়সী ৬৪ লক্ষ শিশুকে টিকা দেবে।
টিকা দেওয়ার অভিযানের নিরপেক্ষতার বিষয়ের উপর জোর দেন গণ স্বাস্থ্য বিভাগের মন্ত্রী ফিরোজ উদ্দিন ফিরোজ। এক বিবৃতিতে ফিরোজ বলেছেন প্রাথমিক রিপোর্টে দেখা যাচ্ছে যে হেলমান্দ, উরুজগান, কান্দাহার, নাঙ্গারহাড়, কুনার এবং কুন্দুজ প্রদেশে যারা সরকার বিরোধী, তারা টিকা অভিযান কার্যকর করা সমর্থন করে না এবং তাই ১৩ লক্ষ ৪৭ হাজার শিশু হয়ত টিকা পাবে না।