আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ত্যাগ করেছেন। তালিবানের হামলা থেকে বাঁচতে হাজার হাজার আফগান নাগরিক এবং বিদেশীদের সঙ্গে তিনিও দ্রুত দেশত্যাগ করলেন। এর ফলে আফগানিস্তান পুনর্গঠনের লক্ষ্যে পশ্চিমাদের ২০ বছরের পরীক্ষা নিরীক্ষার অবসান ঘটার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
প্রেসিডেন্ট গনির পালিয়ে যাওয়ার বিষয়টি এপিকে নিশ্চিত করেছেন নাম প্রকাশ না করার শর্তে দুইজন কর্মকর্তা। পরে, Afghan National Reconciliation Council এর প্রধান আব্দুল্লাহ আব্দুল্লাহ এক অনলাইন ভিডিওতে গনির দেশত্যাগ করার বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্দুল্লাহ আব্দুল্লাহ বলেছেন, “আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট দেশটিকে বিপদের মধ্যে ফেলে আফগানিস্তান ত্যাগ করেছেন।"
এদিকে, তালিবানরা রাজধানী কাবুলে প্রবেশ করেছে এবং জানায় তারা এখন শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রতীক্ষায়I তবে আগেকার খবরে জানানো হয় যে ,অবরুদ্ধ রাজধানী কাবুলের কর্মকর্তা এবং তালিবান উভয়েই বিদ্রোহীদের কাবুলে প্রবেশ করার কথা অস্বীকার করেছেI তবে অন্যান্য খবরে যেমন সরকারি কর্মকর্তা ও প্রতক্ষদর্শীরা জানান যে, তালিবানরা বিভিন্ন দিক দিয়ে কাবুলে প্রবেশ করছেI ভয়েস অব আমেরিকার আয়েশা তানজীম কাবুল থেকে জানান, তালিবানের শহরে প্রবেশের খবরে রাস্তায় ভীতিকর পরিস্থিতি বিরাজ করছেI
কাবুলের রাস্তায় জনগণ বাড়িতে বা পরিবারের কাছে ফিরে যাওয়ার চেষ্টা চালালে এক অচল অবস্থার সৃষ্টি হয়, তবে পরিস্থিতি পরে স্বাভাবিক হয়ে আসে, তবে যানজট অব্যাহত থাকেI
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী আব্দুল সাতার মির্জাকাওয়াল ভিডিও বার্তায় বলেন, তালিবানের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবেI তিনি জানান, কাবুল হামলার মুখে নেই এবং থাকবেও নাI তিনি জনগণকে ষড়যন্ত্রে কান না দেয়ার অনুরোধ জানানI তিনি জানান, এক চুক্তির মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবেI