অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তান মসজিদে বোমা হামলায় নিহতদের জানাজা অনুষ্ঠিত


আফগানিস্তান মসজিদে বোমা হামলা নিহতদের জানাজা অনুষ্ঠিত। ১৬ই অক্টোবর, ২০২১, ছবি-এপি /সিদ্দিকুল্লাহ খান
আফগানিস্তান মসজিদে বোমা হামলা নিহতদের জানাজা অনুষ্ঠিত। ১৬ই অক্টোবর, ২০২১, ছবি-এপি /সিদ্দিকুল্লাহ খান

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারের একটি শিয়া মসজিদে শুক্রবারের আত্মঘাতী বোমা হামলায় নিহতদের জন্য শনিবার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। সে বোমা হামলায় কমপক্ষে ৪৭জন নিহত এবং ৭০ জনের বেশি আহত হয়েছে।

ইসলামিক স্টেটের আমাক নিউজ এজেন্সি শুক্রবার গভীর রাতে জানায় যে, ইসলামিক স্টেটের দুই সদস্য শত শত মুসুল্লিদের মাঝে নিজেদের শরীরে বিস্ফোরণ ঘটায়। তার আগেই প্রবেশপথে প্রথমে নিরাপত্তারক্ষীদের গুলি করে।

আইএস হামলাকারীদের আফগান নাগরিক, আনাস আল-খুরাসানি এবং আবু আলী আল-বালুচি বলে সনাক্ত করেছে।

তালিবান কর্মকর্তারা শনিবার শিয়া মসজিদের নিরাপত্তা জোরদার করার প্রতিশ্রুতি দেন। সেখানে শত শত লোক জড়ো হয়েছিল এবং নিহতদের দাফন করা হচ্ছিল। তেত্রিশটি কবর প্রস্তুত করা হয়েছিল, কিন্তু একজন প্রাদেশিক তালিবান কর্মকর্তা জানান, সরকারিভাবে মৃতের সংখ্যা সাতচল্লিশ।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন দুজারিচ শুক্রবার এক বিবৃতিতে এই হামলাকে ‘নিন্দনীয়’ বলে উল্লেখ করে বলেন, হামলাকারীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।

XS
SM
MD
LG