অ্যাকসেসিবিলিটি লিংক

আমেরিকান মেরিন সেনাদের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ


The main entrance to Camp Pendleton, Dec. 21, 2006. One Marine was killed and six were injured on base when their vehicle rolled over during training.
The main entrance to Camp Pendleton, Dec. 21, 2006. One Marine was killed and six were injured on base when their vehicle rolled over during training.

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মেরিন বাহিনীকে কেন্দ্র করে মানব পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দমন অভিযান চালাচ্ছে।

Naval Criminal Investigative Service (NCIS) সহ অন্যান্য কর্মকর্তারা বৃহস্পতিবার খুব ভোরে ১৬জন মেরিন সেনাকে গ্রেপ্তার করেছে। তার আগে স্যান ডিয়েগো শহরের ৭৯ কিলোমিটার উত্তরে ক্যাম্প পেন্ডেলটনে শত শত মেরিন সেনাকে ব্যাটালিয়ন গঠনের জন্য ডেকে পাঠানো হয়।

মেরিন কোর এর সূত্রে বলা হয় এর আগে কথিত মানব পাচার সংক্রান্ত কয়েক টি গ্রেপ্তারের ঘটনার ফলে ১৬জনকে গ্রেপ্তার করা হলো।

XS
SM
MD
LG