অ্যাকসেসিবিলিটি লিংক

আমেরিকায় নারীর ভোটাধিকারের শত বছর পূর্তি


Suffragists on the picket line in front of the White House in 1917, three years before the passage of the 19th Amendment.
Suffragists on the picket line in front of the White House in 1917, three years before the passage of the 19th Amendment.

শত বছর আগে যুক্তরাষ্ট্র কংগ্রেস, নারীর ভোটাধিকার নিশ্চিত ক’রে সংবিধান সংশোধন করেন। বহু দশকের প্রচেষ্টার পর নারীরা ওই অধিকার পান। নারীদের ওই আন্দোলন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাব রেখেছে।

আমেরিকার সংবিধানে উনবিংশতীতম সংশোধনী অনুমোদোন হয় প্রথম – ১৯১৯সালের মে মাসে প্রতিনিধি পরিষদে এবং ৪ঠা জুন তা অনুমোদিত হয় সেনেটে। তার পরের বছর সব রাজ্যে তার চুড়ান্ত অনুসমর্থন হয়।

প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি এক অনুষ্ঠানে বলেন নারীরা এই অধিকার অর্জনের লক্ষ্যে অনেক ত্যাগ স্বীকার করেছে। তারা পরিবর্তনের জন্য অপেক্ষা করেনি, তারা পরিবর্তনের জন্য কাজ করেছে।

XS
SM
MD
LG