অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনে নতুন আগ্রাসনের বিরুদ্ধে রাশিয়াকে সতর্ক করে দিলেন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং লাটভিয়ার প্রেসিডেন্ট এগিলস লেভিটস লাটভিয়ার রিগায় মিডিয়ার জন্য পোজ দিচ্ছেন।৩০ নভেম্বর ২০২১। (ছবি-রয়টার্স/ইনটিস ক্যালনিন্স/পুল)
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং লাটভিয়ার প্রেসিডেন্ট এগিলস লেভিটস লাটভিয়ার রিগায় মিডিয়ার জন্য পোজ দিচ্ছেন।৩০ নভেম্বর ২০২১। (ছবি-রয়টার্স/ইনটিস ক্যালনিন্স/পুল)

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে কোনো "বাড়তি পদক্ষেপ" নেয়ার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন।মঙ্গলবার তিনি বলেন "যে কোনো নতুন আগ্রাসন গুরুতর পরিণতি সৃষ্টি করবে।"

রিগা সফরের সময় লাটভিয়ার পররাষ্ট্রমন্ত্রী এডগারস রিংকেভিক্সকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ব্লিংকেন বলেন ইউক্রেনের সঙ্গে সীমান্তে রাশিয়ার সৈন্যদের গতিবিধি নিয়ে যুক্তরাষ্ট্র "খুব উদ্বিগ্ন।"

রিগায় নেটোর মন্ত্রী পর্যায়ের বৈঠকে মঙ্গলবার এবং বুধবার রাশিয়ার সামরিক অবস্থান সম্পর্কিত উদ্বেগ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।ব্লিংকেন বলেন নেটোর মিত্রদের সঙ্গে আলোচনার পরে এই বিষয়ে তিনি আরও অনেক কিছু বলবেন।

মন্ত্রী পর্যায়ের আলোচনার আগে, নেটো মহাসচিব জেনস স্টোলটেনবার্গ ঐ অঞ্চলে উত্তেজনা কমানোর জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়ে বলেন, সামরিক অবস্থান "অপ্ররোচনাহীন এবং ব্যাখ্যাতীত"।

স্টোলটেনবার্গ সোমবার বলেন, "ভবিষ্যতে ইউক্রেনের বিরুদ্ধে যে কোনো রুশ আগ্রাসনের জন্য চড়া মূল্য দিতে হবে এবং রাশিয়ার জন্য গুরুতর রাজনৈতিক ও অর্থনৈতিক পরিণতি বয়ে আনবে।"

রিগায় এই আলোচনা এমন সময় অনুষ্ঠিত হচ্ছে যখন নেটো সদস্য রাষ্ট্র লাটভিয়া, লিথুয়ানিয়া এবং পোল্যান্ড প্রতিবেশী বেলারুশের সঙ্গে সীমান্ত সংকট মোকাবেলা করছে।

ব্লিংকেন মঙ্গলবার বলেন "গণতন্ত্রের উপর, মানবাধিকারের উপর, আন্তর্জাতিক নিয়মের উপর চলমান আক্রমণের" কারণে যুক্তরাষ্ট্র ইইউ-এর সঙ্গে সমন্বয় করে, বেলারুশের বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে।

XS
SM
MD
LG