অ্যাকসেসিবিলিটি লিংক

ইথিওপিয়া ও এরিট্রিয়া যৌথ শান্তি ঘোষণা পত্র সাক্ষর করেছে


Ethiopia Eritrea Peace Talks
Ethiopia Eritrea Peace Talks

ইথিওপিয়া ও এরিট্রিয়ার নেতারা এক চুক্তিতে সাক্ষর করেছেন যে চুক্তি আনুষ্ঠানিক ভাবে আফ্রিকার সব চাইতে দীর্ঘ সংঘাতগুলোর একটির অবসান ঘটাবে।

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবী আহমেদ এবং এরিট্রিয়ার প্রেসিডেন্ট আইসিয়াস আফওয়েরকি, এরিট্রিয়ার রাজধানী আসমারায় যে ঐতিহাসিক চুক্তি সাক্ষর করেন, সোমবার টুইটারে তার ছবি প্রকাশ করেন তথ্য মন্ত্রী ইয়েমেনি মেসকেল।

মেসকেল টুইটারে লেখেন যে দু দেশের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি বজায় ছিল, তার অবসান হয়েছে। শান্তি ও বন্ধুত্বের এক নতুন যুগের সূচনা হয়েছে।

তিনি আরও লিখেছেন যে পূর্ব আফ্রিকার এই দু দেশের মধ্যে, বাণিজ্য পরিবহন এবং টেলিযোগাযোগ ব্যবস্থা পুনরায় শুরু হবে।

ইথিওপিয়ার সাবেক প্রদেশ এরিট্রিয়া, ১৯৯৩ সালে সে দেশ থেকে বিচ্ছিন্ন হয়।

XS
SM
MD
LG