অ্যাকসেসিবিলিটি লিংক

ইদলিবে আক্রমণ অভিযানের আগে, ইরান সিরিয়ার প্রতি সমর্থন প্রকাশ করছে


Syria Refugees
Syria Refugees

সিরিয়া বিরোধীদের একটি প্রধান শক্তঘাঁটি পুনরায় দখল করার জন্য যে অভিযান চালাবে, ইরান তার প্রতি সমর্থন ব্যক্ত করেছে। ইরান বলেছে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে ইদলিব অঞ্চলটি থেকে সন্ত্রাসীদের নির্মূল করতে হবে।

ইরানী পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ সোমবার দামেস্কে যান প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য।

ইরানী বার্তা মাধ্যমে জারিফের উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে ইদলিবকে সিরিয়ার জনগনের নিয়ন্ত্রণে ফিরিয়ে দিতে হবে এবং সিরিয়ায় পুনরগঠন প্রচেষ্টা ও শরণার্থীদের প্রত্যাবর্তনের কাজ শুরু করা উচিত।

২০১১ সাল থেকে সিরিয়ায় যুদ্ধ চলছে। বিভিন্ন দল দেশের বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণ করার জন্য লড়ে যাচ্ছে।

XS
SM
MD
LG