অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানে এক সামরিক কুচকাওয়াজে হামলায় অন্তত ২৫জন নিহত


In this photo provided by Mehr News Agency, an Iranian army member carries a child from a shooting scene during a military parade marking the 38th anniversary of Iraq's 1980 invasion of Iran, in the southwestern city of Ahvaz, Iran, Sept. 22, 2018.
In this photo provided by Mehr News Agency, an Iranian army member carries a child from a shooting scene during a military parade marking the 38th anniversary of Iraq's 1980 invasion of Iran, in the southwestern city of Ahvaz, Iran, Sept. 22, 2018.

ইরানের দক্ষিণপশ্চিমাঞ্চলে এক সামরিক কুচকাওয়াজে এক হামলায় অন্তত ২৫জন নিহত হয়, আহত হয় প্রায় ৭০ জন। ইরানের প্রেসিডেন্ট ওই হামলার জন্য দায়ী করছেন যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় আমেরিকান মিত্র দেশগুলোকে।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, কোনদেশের কথা উল্লেখ না করে রবিবার বলেছেন, ওই অঞ্চলে, ছোট দেশগুলো হচ্ছে আমেরিকার মদদপুষ্ট দেশ। তিনি বলেছেন আমেরিকানরাই তাদের প্ররোচিত করে এবং ওই অপরাধ করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম দেয়।

জাতি সংঘের সাধারণ পরিষদে যোগ দেওয়ার জন্য তেহরান ত্যাগ করার আগে রুহানি বলেন, বাদবাকি বিশ্বের প্রতি আমেরিকা উৎপীড়কের আচরণ করছে।

কর্মকর্তারা বলছেন দুই বন্দুকধারী নিহত হয় এবং অন্যান্য সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয। শনিবার ওই আক্রমণ হয়।

যারা নিহত হয় তাদের অধিকাংশই ছিল ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীর সদস্য।

XS
SM
MD
LG