অ্যাকসেসিবিলিটি লিংক

ইরান আশা করছে ১০ দিনের মধ্যে তারা সমৃদ্ধ করা ইউরেনিয়ামের মজুত সীমা ছাড়িয়ে যাবে


Spokesman of the Atomic Energy Organization of Iran (AEOI), Behrouz Kamalvandi answers the press in the capital Tehran on July 17, 2018. - Iran has lodged a complaint with the International Court of Justice against the United States' reimposition of sanct
Spokesman of the Atomic Energy Organization of Iran (AEOI), Behrouz Kamalvandi answers the press in the capital Tehran on July 17, 2018. - Iran has lodged a complaint with the International Court of Justice against the United States' reimposition of sanct

সোমবার ইরানের পারমাণবিক শক্তি সংস্থা বলেছে ২০১৫ সালের আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী সে দেশ যে পরিমানে সমৃদ্ধ করা ইউরেনিয়াম রাখতে পারে তারা শীঘ্রই সেই মাত্রা ছাড়িয়ে যাবে। ওই আন্তর্জাতিক চুক্তির লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক অস্ত্র কার্যক্রম সীমাবদ্ধ রাখা।

ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি সাংবাদিকদের বলেন ১০ দিনের মধ্যে অর্থাৎ ২৭ জুন, সমৃদ্ধ করা ইউরেনিয়াম, ৩০০ কিলোগ্রাম ছাড়িয়ে যাবে। কামালভান্দির মন্তব্য রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত হয়।

কিন্তু তিনি বলেন ইরান আগের নির্ধারিত মাত্রায় ফিরে যাওয়ার কথা বিবেচনা করবে যদি ওই আন্তর্জাতিক চুক্তিতে অন্যান্য যে সব দেশ সাক্ষর করেছিল তারা যদি ইরানের গুরুত্বপূর্ণ তেল শিল্পে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়াতে সাহায্য করে।

মে মাসের গোড়ার দিকে প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, গত বছর যুক্তরাষ্ট্র একপাক্ষিক ভাবে যে ওই আন্তর্জাতিক চুক্তি থেকে প্রত্যাহার করে তার পাল্টা জবাবে তারা সমৃদ্ধ করা ইউরেনিয়ামের মজুত সীমা আর মানবে না। ওয়াশিংটন তার পর আবার আরও নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে।

XS
SM
MD
LG