সোমবার ইরানের পারমাণবিক শক্তি সংস্থা বলেছে ২০১৫ সালের আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী তারা যে পরিমানে পরিশোধিত ইউরেনিয়াম মজুদ করতে পারে, তারা সেই মাত্রা ছাড়িয়ে গেছে।
ইরান বলেছে, তারা ৪.৫ শতাংশ মাত্রা ছাড়িয়ে গেছে। তেহেরানের পারমাণবিক অস্ত্র তৈরির কার্যক্রম সীমিত রাখার লক্ষ্যে আন্তর্জাতিক চুক্তিতে ৩.৬৭ শতাংশ মাত্রা নির্ধারিত ছিল।
ইরান বলেছে পারমাণবিক চুক্তি অনুযায়ী তাদের যে প্রতিশ্রুতি ছিল, তা থেকে পিছিয়ে যাওয়ার পরবর্তী পদক্ষেপ হিসেবে তারা ২০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের কথা বিবেচনা করবে। তবে ওই চুক্তিতে যুক্তরাষ্ট্র ছাড়া বাদবাকি যারা সাক্ষর করেছে, তারা যদি ইরেনের অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে উঠতে সাহায্য করে তাহলে তারা তা করবে না। গত বছর যুক্তরাষ্ট্র ওই চুক্তি থেকে প্রত্যাহার করার পর প্রেসিডেন্ট ট্রাম্প যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে তা ইরানের অর্থনীতিকে বিপন্ন করেছে।