সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, বুধবার সন্ধ্যায় হোমস প্রদেশে সিরিয়ার পালমিরা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় একজন সিরীয় সৈন্য নিহত ও তিনজন আহত হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রক তাদের ফেসবুক পেইজে একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, স্থানীয় সময় সাড়ে ১১টায় আক্রমণটি করা হয়েছিল এবং তা একটি যোগাযোগের টাওয়ারকে লক্ষ্য করে এবং এর কারণে কিছু সরঞ্জামের ক্ষতি হয়েছে।
এই ঘটনার কয়েকদিন আগে, সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় যে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী হমস গ্রামাঞ্চলের উপরে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করে, ছয়জন সিরীয় সৈন্য আহত হয় এবং তাতে কিছু সরঞ্জামের ক্ষতি হয় ।
সিরিয়ায়, যাকে বলা হচ্ছে ইরান-সম্পৃক্ত লক্ষ্যস্থল সেটিকে কেন্দ্র করেই ইসরায়েল বেশ কয়েক বছর ধরে সিরিয়াতে হামলা চালিয়ে আসছে। ২০১১ সালে উদ্ভূত সিরিয়ার সংঘাতের সময়ে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সাহায্য করতে লেবাননের হিজবুল্লাহ সহ তেহরান সমর্থিত বাহিনী মোতায়েন করার পর সেখানে তাদের উপস্থিতি রয়েছে।