কর্মকর্তারা বলেছেন উত্তর ভারতের পাহাড়ী এলাকার একটি মহাসড়কের ওপর ভূমিধ্বসে অন্তত দুজন মারা গেছেন। বহু মানুষ ও গাড়ী আটকে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
হিমাচল প্রদেশের কিন্নাউর জেলায় ঘটা ভূমিধ্বসের স্থান থেকে একটি বাস, একটি ট্রাক ও একটি গাড়ী থেকে ১০ জনকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।
ধ্বংসস্তূপ পরিষ্কার ও উদ্ধার অভিযানে পুলিশ ও আধা-সামরিক বাহিনীর একশোরও বেশি উদ্ধারকর্মী নিয়োগ করা হয়েছে। আহতদেরকে হাসপাতালে নেয়ার জন্যে দশটি এ্যাম্বুলেন্স পাঠানো হয় ঘটনাস্থলে।
পুলিশের এক বিবৃতিতে বলা হয় ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে এবং ২৫ থেকে ৩০ জন আটকে পড়েছেন।
হিমাচল অঞ্চলে গত কয়েক সপ্তাহের প্রবল বৃষ্টিপাতের কারণে বেশ কয়েকটি ভূমিধ্বসের ঘটনা ঘটেছে। এই এলাকাটি নতুন দিল্লির ৩৭৫ মাইল উত্তরে অবস্থিত।