অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর মালিতে দুই ফরাসী সেনা নিহত


Sevare, Mali
Sevare, Mali

রবিবার মালিতে এক হামলায় দুই ফরাসী সেনা নিহত হন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে ওই খবর দেওয়া হয়।

ফরাসী ও মালির সেনারা যখন টহল দিচ্ছিল তখন তাদের লক্ষ্য করে এক গাড়ি বোমা বিস্ফোরিত হয় এবং তাতে ৪ থেকে ৮ফরাসী সেনা সহ অন্তত ১২জন আহত হয়।

এর কয়েকদিন আগে ইসলামপন্থী উগ্রবাদীরা বামাকোতে ৫জাতি আফ্রিকী বাহিনীর সদর কার্যালয়ে হানা দেয়। ওই হামলায় ৬জন নিহত হয়।

মালিতে ২৯জুলাই নির্বাচন হবে।

XS
SM
MD
LG