অ্যাকসেসিবিলিটি লিংক

উপ আইনমন্ত্রী রড রোজেনস্টেইন আইন বিভাগ ছেড়ে দিতে পারেন


যুক্তরাস্ট্রের ২০১৬ সালের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ মামলার বিষয়টি দেখাশুনার সঙ্গে যুক্ত যুক্তরাস্ট্রের উপ আইনমন্ত্রী রড রোজেনস্টেইন নতুন আইনমন্ত্রী দায়িত্ব নেয়ার পর পরই আইন বিভাগ ছেড়ে দিতে পারেন বলে খবর পাওয়া গেছে।

যুক্তরাস্ট্রের ২০১৬ সালের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ মামলার বিষয়টি দেখাশুনার সঙ্গে যুক্ত যুক্তরাস্ট্রের উপ আইনমন্ত্রী রড রোজেনস্টেইন নতুন আইনমন্ত্রী দায়িত্ব নেয়ার পর পরই আইন বিভাগ ছেড়ে দিতে পারেন বলে খবর পাওয়া গেছে।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ওই তদন্ত নিয়ে রোজেনস্টাইনের কাজে মাঝে মধ্যেই অসন্তষ্টি প্রকাশ করতেন। অসন্তুষ্ট থাকলেও প্রেসিডেন্ট ট্রাম্প তাকে বরখাস্ত করেন নি।

তবে রোজেনস্টাইন নিজেই বিচার বিভাগ ছেড়ে যাবেন কয়েক সপ্তাহের মধ্যে বলে হোয়াইট হাউজের কাছে তার পরিকল্পনার কথা বলেছেন। এ্যাটর্নী জেনারেল হিসাবে প্রেসিডেন্টের মনোনিত উইলিয়াম বার সেনেটের অনুমোদরন নিয়ে চুড়ান্ত নিয়োগ পাওয়ার পর তিনি এ বিভাগ ছেড়ে যাবেন।

XS
SM
MD
LG