অ্যাকসেসিবিলিটি লিংক

এ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ ও স্ত্রী ম্যাককেনজির বিবাহ বিচ্ছেদের নির্দেশ


এ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী ম্যাককেনজির মধ্যে বিবাহ বিচ্ছেদের নির্দেশ দিয়েছেন বিচারক।

এ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী ম্যাককেনজির মধ্যে বিবাহ বিচ্ছেদের নির্দেশ দিয়েছেন বিচারক।

ডিভোর্স চুক্তি অনুযায়ী ম্যাককেনজি বেজোস এ্যামাজনের ষ্টকের চার শতাংশ পাবেন যার মূল্য ৩৮.৩ বিলিয়ন ডলার বা ৩৮৩০ কোটি টাকা, যা দিয়ে তিনি ২২তম বিলিয়নেয়ারের স্থানে থাকবেন।

জেফ বেজোস ১২ শতাংশের মালিক থেকে পাবেন ১১৪.৮ বিলিয়ন ডলার বা ১১৪৮০ কোটি টাকা যার কারনে তিনি বিশ্বের সবচেয়ে ধনী লোক হিসাবে বিবেচিত হবেন।

ম্যাককেনজি বলেছেন তিনি তার সাবেক স্বামীকে তার এ্যামাজনের শেয়ারের ভোটিং নিয়ন্ত্রন দেবেন এবং ওয়াশিংটন পোস্ট পত্রিকা ও তার মহাকাশ গবেষণা প্রতকিষ্ঠান ব্লু অরিজিনের ভাগ দেবেন। তার সম্পর্দের অর্ধেক চ্যারিটিতে দেয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি বছরের গোড়ার দিকে।

বেজোস, তাদের ২৫ বছরের বিবাহিত জীবনের বিচ্ছেদের ঘোষণা দেন এ বছর জানুয়ারী মাসে। তাদের চারটি সন্তান রয়েছে।

XS
SM
MD
LG