অ্যাকসেসিবিলিটি লিংক

ঐক্যফ্রন্টকে গণভবনে আমন্ত্রণ


জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের গণভবনে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করায় ২রা ফেব্রুয়ারি গণভবনে বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্টজনদের সম্মানে চা চক্রের আয়োজন করেছেন শেখ হাসিনা। এতে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্যদের কার্ড পাঠিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রাথমিক প্রতিক্রিয়ায় ঐক্যফ্রন্ট নেতারা আমন্ত্রণে না যাওয়ার ইঙ্গিত দিয়ে বলেছেন, এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের গণভবনে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করায় ২রা ফেব্রুয়ারি গণভবনে বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্টজনদের সম্মানে চা চক্রের আয়োজন করেছেন শেখ হাসিনা। এতে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্যদের কার্ড পাঠিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রাথমিক প্রতিক্রিয়ায় ঐক্যফ্রন্ট নেতারা আমন্ত্রণে না যাওয়ার ইঙ্গিত দিয়ে বলেছেন, এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, দাওয়াতে যাব কিনা সেটা সবাই বসে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হবে।
একাদশ সংসদ নির্বাচনের আগে গত বছরের ১লা নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে সংলাপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম দফা সংলাপের সূত্র ধরে ৭ই নভেম্বর দ্বিতীয় দফা গণভবনে যান নেতারা। দুই দফা আলোচনা শেষে ঐক্যফ্রন্ট নেতারা জানিয়েছিলেন, তারা সমস্যার কোন সমাধান পাননি। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী

please wait

No media source currently available

0:00 0:00:53 0:00

XS
SM
MD
LG