বাংলাদেশের কক্সবাজারে সড়ক দূর্ঘটনায় ৭জনের মৃত্যু হয়েছে।
বিস্তারিত জানাচ্ছেন আমাদের চট্টগ্রাম সংবাদদাতা মোয়াজ্জেম হোসাইন সাকিল।
কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী রাস্তার মাথা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাস ও স্থানীয় ভাষায় একটি ম্যাজিক গাড়ির মুখোমুখি সংঘর্ষে৭ জনের মৃত্যু হয়েছে।এতে আরো বেশ কয়েকজন আহত হয়। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী স্টার লাইন পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে ম্যাজিক গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন যাত্রীর মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরো ৩জনের মৃত্যু হয়।
নিরাপদ সড়ক চাই সংগঠনের পরিসংখ্যানে জানা যায়, সড়ক দূর্ঘটনা এবং সড়ক দূর্ঘটনায় প্রাণহানীর ঘটনা দিন দিন বেড়েই চলছে।
২০১৬ সালে ২ হাজার ৩১৬টি দুর্ঘটনায় ৪ হাজার ১৪৫ জন নিহত হলেও ২০১৭ সালে ৩ হাজার ১৩১টি সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ৩৯৭ জন নিহত হয়েছে। আর চলতি বছরের প্রথম ৬ মাসেই সড়ক দূর্ঘটনায় প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে।