অ্যাকসেসিবিলিটি লিংক

করোনভাইরাসে মৃতের সংখ্যা দাড়িয়েছে প্রায় ১,৮০০ তে


Doctor Hangzhou Lu, co-director of Shanghai Public Clinical Center Shanghai, shows a quarantine room for coronavirus patients at finished but still unused building A2, in Shanghai, China February 17, 2020. Noel Celis/Pool via REUTERS
Doctor Hangzhou Lu, co-director of Shanghai Public Clinical Center Shanghai, shows a quarantine room for coronavirus patients at finished but still unused building A2, in Shanghai, China February 17, 2020. Noel Celis/Pool via REUTERS

চীনের স্বাস্থ্য কর্মকর্তারা সোমবার জানিয়েছেন যে নিশ্চিতভাবে জানা গেছে যে করোনভাইরাসে যারা সংক্রমিত হয়েছেন তাদের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা দাড়িয়েছে প্রায় ১,৮০০ তে।

সংক্রামিতদের মধ্যে ১১,০০০ এরই মধ্যে ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছেন।

প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল, চিনের হুবেই প্রদেশে, সোমবার আরও ১০০ জন মারা গেছেন। চিকিত্সা ব্যবস্থায় সহায্য করার জন্য সেখানে আরও স্বাস্থ্যসেবা কর্মীরা গিয়ে পৌছেছেন। ডিসেম্বরের শেষদিকে সেখানে প্রথম করোনাভাইরাস দেখা দেওয়ার পর থেকে সেখানকার চিকিত্সা ব্যবস্থা তীব্র চাপের মধ্যে আছে।

চীনের বাইরের বেশিরভাগ করোনাভাইরাস দেখা গেছে, জাপানের ইয়োকোহামায় quarantine করা একটি প্রমোদতরীতে।

যুক্তরাষ্ট্র সোমবার জানিয়েছে যে তারা প্রায় ৩০০ আমেরিকান নাগরিক ও তাদের পরিবারের সদস্য যারা ডায়মন্ড প্রিন্সেস জাহাজে ছিলেন তাদেরকে সরিয়ে নিয়েছে। ওই যাত্রীদের বহনকারী একটি বিমান সোমবার ভোরে ক্যালিফোর্নিয়ার ট্র্যাভিস এয়ার ফোর্স ঘাঁটিতে পৌঁছোয়। যাত্রীদের সহ অন্য আরেকটি বিমান, তার কয়েক ঘন্টা পরে টেক্সাসের ল্যাকল্যান্ড বিমান বাহিনীর ঘাঁটিতে অবতরণ করে।

XS
SM
MD
LG