অ্যাকসেসিবিলিটি লিংক

কলকাতার মেয়র ববি হাকিমই, জানিয়ে দিলেন মমতা


ফিরহাদ (ববি) হাকিম। (ফাইল ফটো- দিব্যাংশু সরকার/এএফপি)
ফিরহাদ (ববি) হাকিম। (ফাইল ফটো- দিব্যাংশু সরকার/এএফপি)

বৃহস্পতিবার মহারাষ্ট্র নিবাস হলে জয়ী ১৩৪ জন কাউন্সিলরদের বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, কলকাতার পরবর্তী মেয়র ফিরহাদ (ববি) হাকিমই। চেয়ারম্যান হচ্ছেন, মালা রায়। ডেপুটি মেয়র হচ্ছেন অতীন ঘোষ।

অতীন-সহ মোট ১৩ জনকে নিয়ে গঠিত হবে মেয়র পরিষদ। তার সদস্য হবেন, দেবাশিস কুমার, দেবব্রত মজুমদার, তারক সিং, স্বপন সমাদ্দার, বাবু বক্সি, আমিরুদ্দিন ববি, মিতালি বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, অভিজিত মুখোপাধ্যায়, বৈশ্বানর চট্টোপাধ্যায়, রামপেয়ারে রাম, জীবন সাহা।

কলকাতার ১৬টি বরো কমিটির চেয়ারম্যানের নামও এদিন নবনির্বাচিত কাউন্সিলরদের সভায় প্রস্তাব করেন মমতা। তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ১ নম্বর বরোয় তরুণ সাহা, ২-এ বিজয় উপাধ্যায়ের জায়গায় হচ্ছেন শুক্লা ভোর, ৩-এ অনিন্দ্যকিশোর রাউত, ৪-এ সাধনা বসু, ৫-এ রেহানা খাতুন, ৬-এ সানা আহমেদ, ৭-এ সুস্মিতা ভট্টাচার্য, ৮-এ চৈতালি চট্টোপাধ্যায়, ৯-এ দেবলীনা, ১০-এ জুই বিশ্বাস, ১১-তে তারকেশ্বর চক্রবর্তী, ১২-তে সুশান্ত ঘোষ, ১৩-তে রত্না সূর, ১৪-তে সংহিতা দাস, ১৫-তে রঞ্জিত শীল, ১৬ নম্বরে সুদীপ কোলে হবেন বরো কমিটির চেয়ারম্যান। ১৬টি বরোর মধ্যে নয়টিতে চেয়ারম্যান করা হয়েছে নারীদের।

XS
SM
MD
LG