অ্যাকসেসিবিলিটি লিংক

কাবুলে একটি মিনিবাসে শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়, ৯জন নিহত


Health workers retrieve a body after an attack that targeted a bus carrying mostly government employees in Kabul, Afghanistan, June 3, 2019.
Health workers retrieve a body after an attack that targeted a bus carrying mostly government employees in Kabul, Afghanistan, June 3, 2019.

আফগানিস্তানে কর্মকর্তারা বলেছেন সোমবার কাবুলে সরকারী কর্মীদের বহনকারী একটি মিনিবাসে এক শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণে অন্তত ৯জন নিহত হয় আহত হয় অন্যান্য ১০জন।

রাজধানীতে ওই মারাত্মক হামলা হয় ঈদ-উল-ফিতরের আগের রাতে। রামজান শেষে যখন লোকজন ঈদ-উল-ফিতর উৎযাপনের প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই বিস্ফোরণ ঘটল।

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি জালমে খালিলজাদ ওই অঞ্চলে সফরে গেছেন। আফগানিস্তানে ১৭ বছরের যুদ্ধ অবসানের লক্ষ্যে, খালিলজাদ এর, কাতার ভিত্তিক তালেবান বিদ্রোহী গ্রুপের প্রতিনিধিদের সঙ্গে নতুন এক দফার শান্তি আলোচনার কথা রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি বলেন, গাড়িতে বোমা রাখা ছিল এবং একটি নির্দিষ্ট সময় পর তা বিস্ফোরিত হয়।

এই বিস্ফোরণের দায় এখনো কোনো সংগঠন স্বীকার করে নি।

XS
SM
MD
LG