অ্যাকসেসিবিলিটি লিংক

কাবুল বিমানবন্দর আবারও চালু করার চেষ্টা চালাচ্ছে কাতার


কাবুল বিমানবন্দরের প্রহরায় তালেবান যোদ্ধারা। সেপ্টেম্বর ২, ২০২১- রয়টার্স
কাবুল বিমানবন্দরের প্রহরায় তালেবান যোদ্ধারা। সেপ্টেম্বর ২, ২০২১- রয়টার্স

বিমানবন্দর চালু করতে সহায়তার লক্ষ্যে বুধবার কাতার ও তুরস্ক থেকে একদল টেকনিশিয়ান কাবুল গেছেন। যারা আফগানিস্তান ছেড়ে যেতে চান তাঁদের জন্যে এবং দেশটিতে মানবিক সহায়তা পৌঁছে দিতে ঐ বিমানবন্দরটি হচ্ছে গুরুত্বপূর্ণ মাধ্যম। 

কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আফগানিস্তানের কাবুল বিমানবন্দর পুনরায় খোলার প্রয়াস চালাচ্ছে কাতার, তবে কবে নাগাদ তা সম্ভব হবে তা নিশ্চিত নয়।

বিমানবন্দর চালু করতে সহায়তার লক্ষ্যে বুধবার কাতার ও তুরস্ক থেকে একদল টেকনিশিয়ান কাবুল গেছেন। যারা আফগানিস্তান ছেড়ে যেতে চান তাঁদের জন্যে এবং দেশটিতে মানবিক সহায়তা পৌঁছে দিতে ঐ বিমানবন্দরটি হচ্ছে গুরুত্বপূর্ণ মাধ্যম।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মেদ বিন আব্দুল রাহমান আল থানি বলেন, “আমরা আশাবাদী যে আমরা বিমানবন্দরটি শিগগিরই চালু করতে পারবো”। পররাষ্ট্রমন্ত্রী বলেন তিনি আশা করেন আফগান নাগরিকদের নিরাপদে চলে যাবার এবং স্বাধীনভাবে চলাচলের ব্যবস্থা করে দিতে তালেবান তাদের দেয়া প্রতিশ্রুতি রাখবে।

তালেবানের সঙ্গে কাতারের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এবং আফগানিস্তান থেকে হাজার হাজার মানুষ সরিয়ে নিতে যুক্তরাষ্ট্রের প্রয়াসে কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শেখ মোহাম্মেদ বলেন কাবুল বিমানবন্দর চালু করতে তুরস্ক প্রযুক্তিগত সহায়তা করবে।তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসউলো বলেছেন বিমানবন্দরের ভেতর ও বাইরের নিরাপত্তা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

মানবিক সহায়তা

বিশ্ব খাদ্য কর্মসূচীর তত্ত্বাবধানে পরিচালিত জাতিসংঘ মানবিক বিমান কর্মসূচী জানিয়েছে ইসলামাবাদ থেকে আফগানিস্তানের মাজার-ই-শারিফ এবং কান্দাহারে কিছু কিছু বিমান চালু হয়েছে। ২৯শে আগস্ট থেকে এ নাগাদ তিনটি ফ্লাইট সেখানে গেছে।

জাতিসংঘ খাদ্য কর্মসূচী থেকে গত মাসে করা হিসাবে দেখা গেছে প্রতি তিনজনের মধ্যে একজন আফগান নাগরিকের জরুরী খাদ্য সহায়তা প্রয়োজন।

বৃহস্পতিবার মানবিক সহায়তা সংস্থা অ্যাকশন অ্যাগেইনস্ট হাঙ্গার বলেছে এক কোটি ২০ লাখ আফগান নাগরিক খাদ্য সংকটে রয়েছেন। শিশু পুষ্টির মারাত্মক অভাবের কথাও উল্লেখ করা হয়েছে।

(এই রিপোর্টের কিছু তথ্য এপি, এএফপি ও রয়টার্স থেকে নেয়া)

XS
SM
MD
LG