কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনায় সীমান্তপারের সন্ত্রাসই যে দেশের পক্ষে সবচেয়ে ক্ষতিকারক, সেই সিদ্ধান্তেই আজ ঐকমত্য হল সংসদের সর্বদলীয় বৈঠকে।
আজ সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের পৌরহিত্যে সংশ্লিষ্ট বৈঠক সম্পন্ন হয়। সেখানে সমস্ত রাজনৈতিক দলের সংসদীয় নেতারা উপস্থিত ছিলেন। সীমান্তপারের সন্ত্রাস নির্মূলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি বিরোধী দেন দেশের সব বিরোধী দলের নেতারা। সীমান্তপারের সন্ত্রাসই যে দেশের পক্ষে সবচেয়ে ক্ষতিকারক, সেই সিদ্ধান্তেই ঐকমত্য হয় সংসদের সর্বদলীয় বৈঠক। এ দিনের বৈঠকে সমস্ত রাজনৈতিক দলের সংসদীয় নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকে পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে হামলা ও তার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। পরে সরকারি তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, সব রাজনৈতিক দল এই পরিস্থিতিতে সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছে। সীমান্তপারের সন্ত্রাসই যে দেশের পক্ষে সবচেয়ে ক্ষতিকারক, তা নিয়েও সকলেই একমত। তাই ওই সন্ত্রাস নির্মূল করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের যে কোনও পদক্ষেপে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে বিরোধীরা।
বৈঠকের পর রাজ্যসভার বিরোধী দলনেতা কংগ্রেসের গুলাম নবি আজাদও সরকারের পাশে থাকার কথা বলেছেন। পাশাপাশি তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি অনুরোধ করেছেন যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সমস্ত জাতীয় ও আঞ্চলিক দলের সভাপতিদের নিয়ে বৈঠকে বসেন।