অ্যাকসেসিবিলিটি লিংক

কুর্দি বিদ্রোহীদের উপর চাপ বাড়াল ইরান


ফাইল - উত্তর ইরাকের কোয়াতে তাদের ঘাঁটিতে প্রশিক্ষণের সময় একজন কমান্ডার ইরানি কুর্দিস্তানের ডেমোক্রেটিক পার্টির নতুন নিয়োগপ্রাপ্তদের নির্দেশ দিচ্ছেন। ২১ সেপ্টেম্বর ২০২১।

ইরান ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের সীমান্ত গ্রামে বিদ্রোহীদের লক্ষ্য করে বোমা হামলা আরও বাড়িয়ে তোলার হুমকি দিয়ে বলেছে, ইরাকি কুর্দি কর্তৃপক্ষকে অবশ্যই বিদ্রোহীদের বহিষ্কার করতে হবে নইলে আক্রমণ আরও বৃদ্ধি পাবে।

সেপ্টেম্বরের শুরু থেকেই ইরানের কুর্দি বিদ্রোহীদের আশ্রয় দেওয়ার অভিযোগে সীমান্তবর্তী গ্রামে কামান ও ড্রোন ব্যবহার করে ইরানের বাহিনী আক্রমণ চালিয়ে যাচ্ছে। তেহরান বলছে, তাদের লক্ষ্য হচ্ছে যে জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইরানের ভূখণ্ডে হামলা চালানোর অভিযোগ রয়েছে তাদের বিছিন্ন করা।

তেহরানে কুর্দিস্তান আঞ্চলিক সরকারের প্রতিনিধি নাজিম দাবাগ এই সপ্তাহে ভিওএকে বলেছেন যে ইরাকি কুর্দি কর্মকর্তাদের ইরানের সতর্ক বার্তাকে "গুরুত্ব সহকারে" নেওয়া দরকার এবং উভয় পক্ষকে তাদের সংঘর্ষে কুর্দিস্তান অঞ্চলের ব্যবহার এড়াতে বলা হয়েছে।

দাবাঘ বলেন, "কুর্দিস্তান আঞ্চলিক সরকারের অবস্থান হল এই যে তারা বোমা হামলা এবং এর ফলে সৃষ্ট কার্যকলাপের নিন্দা জানাচ্ছে।"

তিনি আরও বলেন, "আমরা কূটনীতি, আলোচনা এবং যোগাযোগের মাধ্যমে এটি সমাধান করার চেষ্টা করছি।"

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের কর্মকর্তারা কুর্দি বিদ্রোহীদেরকে "আমেরিকান এবং জিয়োনিস্ট (ইহুদীদের সমর্থনকারী) ভাড়াটে সৈন্য" বলে অভিহিত করেছেন। ইরাকের কুর্দিস্তান অঞ্চল ব্যবহার করে ইরানি বাহিনীর উপর সীমান্তে হামলা চালানোর জন্য তারা কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

রোববার ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান কমান্ডার মোহাম্মদ বাঘেরি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি কুর্দি বিদ্রোহীদের মদদ দেওয়ার অভিযোগ করেন এবং কুর্দি রাজধানী ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আমেরিকান সেনাদের হারির বিমান ঘাঁটি বন্ধের দাবি জানান।

ইরবিলের বিমানবন্দরটি সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকবার হামলার শিকার হয়েছে যার মধ্যে ১১ই সেপ্টেম্বর বিস্ফোরকবাহী ড্রোন হামলাও চালানো হয়। যদিও কুর্দি কর্তৃপক্ষ এখনো এই গোষ্ঠীকে দায়ী করার ঘোষণা করেনি, তবে আগের হামলার জন্য যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইরান সমর্থিত ইরাকি শিয়া মিলিশিয়াদের দায়ী করেছেন।

XS
SM
MD
LG