অ্যাকসেসিবিলিটি লিংক

কেনিয়ার ইলিউড কিপশোগে ম্যারাথনে নতুন রেকর্ড সৃষ্টি করেছেন


Eliud Kipchoge runs to win the 45th Berlin Marathon in Berlin, Germany, Sunday, Sept. 16, 2018. Eliud Kipchoge set a new world record in 2 hours 1 minute 39 seconds.
Eliud Kipchoge runs to win the 45th Berlin Marathon in Berlin, Germany, Sunday, Sept. 16, 2018. Eliud Kipchoge set a new world record in 2 hours 1 minute 39 seconds.

রবিবার বার্লিনে, কেনিয়ার ইলিউড কিপশোগে ম্যারাথনে নতুন রেকর্ড সৃষ্টি করেছেন। তিনি ২ ঘন্টা ১ মিনিট উনচল্লিশ সেকেন্ডে তাঁর ম্যারাথন শেষ করেন। তিনি বলেন এই দিনটার বিবরণ দেওয়ার মত ভাষা তার নেই।

ইলিউড কিপশোগে, রিও ডি জেনেরো অলিম্পিক্সে এ স্বর্ণ পদক পান। বার্লিনের রাস্তার দুধারে তাঁর হাজার হাজার সমর্থক দাড়িয়ে তাকে সমর্থন দেন।

চমৎকার দিনটিতে কোন বাতাস ছিল না। সবাই আশা করছিলেন কিপশোগেই বিজয়ী হবেন

তিনি যখন ব্র্যানডেনবুর্গ গেট দিয়ে যান, তখনই বিশ্বের সব চাইতে সেড়া দৌড়বিদদের অন্যতম বলে তাঁর যে সুনাম, তা নিশ্চিত হয়ে যায়। আগের বিশ্ব রেকর্ড থেকে তিনি এক মিনিট কম সময়ের মধ্যে তার ম্যারাথন শেষ করেন।

কেনিয়ার আরেক দৌড়বিদ গ্ল্যাডিস চেরোনো মেয়েদের ম্যারাথনে বিজয়ী হন।

XS
SM
MD
LG