অ্যাকসেসিবিলিটি লিংক

কেনিয়ায় একটি সামরিক ঘাঁটিতে হামলায় তিনজন আমেরিকান নিহত


Travellers are seen gathered at the Lamu jetty following an attack by Somalia's Islamist group al Shabaab on a military base in Manda, Lamu, Kenya January 5, 2020. REUTERS/Abdalla Barghash NO RESALES. NO ARCHIVES
Travellers are seen gathered at the Lamu jetty following an attack by Somalia's Islamist group al Shabaab on a military base in Manda, Lamu, Kenya January 5, 2020. REUTERS/Abdalla Barghash NO RESALES. NO ARCHIVES

কেনিয়ায় একটি সামরিক ঘাঁটি যেটি আমেরিকার সন্ত্রাস দমন বাহিনী এবং কেনিয়ার সামরিক টিম ব্যবহার করে থাকে সেটি চরমপন্থী যোদ্ধারা হামলা চালালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের তিন কর্মী নিহত হন।

সোমালী চরমপন্থী গ্রুপ আল শাবাব ওই আক্রমণের দায় স্বীকার করে। রবিবার সকালে কেনিয়ার পূর্বাঞ্চলে মান্ডা বে বিমান ঘাঁটিতে ওই হামলা হয়।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর আফ্রিকা কম্যান্ড (AFRICOM) এর এক বিবৃতিতে বলা হয় আক্রমণে কনট্রাক্টার পরিচালিত ৬টি বেসামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়। বিবৃতিতে বলা হয় মান্ডা বে বিমান ঘাঁটির সীমার ভেতরে প্রাথমিক অনুপ্রবেশের পর কেনিয়া প্রতিরক্ষা বাহিনী এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর আফ্রিকা কম্যান্ড, আল শাবাবের হামলা প্রতিহত করে।

কেনিয়া প্রতিরক্ষা বাহিনী, এক বিবৃতিতে বলেছে ৫জন আক্রমণকারী নিহত হয়।

XS
SM
MD
LG