চিকিৎসা বিজ্ঞানে চলতি বছরের নোবেল জয় করেছেন দুজন আমেরিকান এবং একজন ব্রিটিশ বিজ্ঞানী। প্রাণীর কোষ কীভাবে অক্সিজেনের প্রাপ্যতার সঙ্গে খাপ খাইয়ে নেয় তা উদ্ভাবনের জন্য ওই তিন বিজ্ঞানী নোবেল পুরস্কার পান।
সোমবার নোবেল কমিটি ঘোষণা করেছে যে যুক্তরাষ্ট্রের উইলিয়াম জি কেয়েলিন, যুক্তরাজ্যের স্যার পিটার জে র্যাটক্লিফ ও যুক্তরাষ্ট্রের গ্রেগ এল সেমেনজা ওই পুরস্কার ভাগ করে নেবেন।
তারা এক একজন ৯লক্ষ ১৮ হাজার ডলার করে পাবেন।
কমিটি বলেছে এই উদ্ভাবনের কারণে ক্যান্সার ও অন্যান্য রোগের চিকিৎসার নতুন পন্থা বার করা যাবে।
আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।