ক্রমশ উত্তপ্ত হচ্ছে কাশ্মীরের পরিস্থিতি। আজ শুক্রবার সকালে উত্তর কাশ্মীরের বারামুলা ও সোপোর এলাকায় সেনা ও জঙ্গিদের মধ্যে গুলি বিনিময় হয়। তাতে এক জওয়ান শহিদ হন। নিহত হয়েছে দুই জঙ্গি।
উত্তর কাশ্মীরের সোপোর ও বারমুলা এলাকায় আজ শুক্রবার জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করে ভারতীয় সেনা। দুই পক্ষের মধ্যে অনেকক্ষণই চলে লড়াই। শ্রীনগরের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানিয়েছেন, সোপোরে তাঁরা সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়েছিলেন। অভিযান চলাকালীন জঙ্গিরা তাঁদের উদ্দেশ্য করে গুলি চালাতে শুরু করে। পালটা গুলি চালান তাঁরাও। এই লড়াইয়ে একজন মেজরের গায়ে গুলি লাগে। তাঁকে বাদামীবাগে ৯২ বেসের একটি হাসপাতালে ভরতি করা হয়। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। মৃত্যু হয়েছে ওই জওয়ানের। এদিকে দেশের প্রতিরক্ষার জন্য উন্নত অস্ত্রের সঙ্গে চাই উন্নত প্রযুক্তিও। এমনই সওয়াল করেছেন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।
নয়া দিল্লিতে অনুষ্ঠিত সর্দার সরদার বল্লভ ভাই প্যাটেলের নামাঙ্কিত স্মারক বক্তৃতায় অজিত দোভাল দেশের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নতিতে বেসরকারি প্রতিষ্টানগুলিকে সঙ্গে নেওয়ার পক্ষে মত প্রকাশ করেন। কারণ তাঁর মতে দেশকে প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভর করে তুলেত গেলে বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে সঙ্গে নিতে হবে।