পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড় বিস্ফোরণের ঘটনায় আরও দু’জনের সাজা ঘোষণা করল ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ (NIA) বিশেষ আদালত।
অভিযুক্ত কদর কাজি ও মহম্মদ জাইদুল হককে দোষী সাব্যস্ত করে আদালত। তারপরই তাদের সাজা শোনানো হয়। দোষী সাব্যস্ত কদর কাজি এবং মহম্মদ জাইদুল হককে ৭ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। একইসঙ্গে জরিমানাও করা হয়। না দিতে পারলে আরও ৫ বছর কারাদণ্ড হবে বলেও স্পষ্ট করে দেওয়া হয়।
এর আগে খাগড়াগড় কাণ্ডে চার জেএমবি জঙ্গী মহম্মদ ইউনুস, মতিউর রহমান, জহিরুল শেখ ও জিয়াউল হকের সাত বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল নগর দায়রা আদালতের এনআইএন কোর্ট। এই চার জঙ্গি আগেই নিজেদের দোষ কবুল করেছিল। আদালতের বিচারক প্রসেনজিৎ বিশ্বাস প্রত্যেককে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছিলেন। জরিমানার টাকা অনাদায়ে আরও ৬ মাস তাদের কারাবাস করতে হবে।