অ্যাকসেসিবিলিটি লিংক

খালেদা জিয়া আবারও হাসপাতালে


বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া চিকিৎসার কারণে কারাগার থেকে মুক্ত হওয়ার পর একটি গাড়িতে বসে আছেন। (ছবি-এএফপি/রুবেল রশিদ)
বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া চিকিৎসার কারণে কারাগার থেকে মুক্ত হওয়ার পর একটি গাড়িতে বসে আছেন। (ছবি-এএফপি/রুবেল রশিদ)

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

শনিবার বিকালে গুলশানের বাসা থেকে তাকে নিয়ে এভারকেয়ার হাসপাতালে পৌঁছায় তার গাড়ি বহর।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, "শারীরিক চেক আপের জন্য ম্যাডামকে (খালেদা জিয়া) হাসপাতালে নেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পরে তার মেডিক্যাল বোর্ডের পরামর্শে সিদ্ধান্ত নেওয়া হবে, তিনি হাসপাতালে থাকবেন নাকি বাসায় ফিরবেন।"

এর আগে গত ১২ অক্টোবর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ২৬ দিন পর গত ৭ নভেম্বর গুলশানের বাসায় ফেরেন তিনি।

XS
SM
MD
LG