অ্যাকসেসিবিলিটি লিংক

গ্রামের ৩০০জনের নামে মামলা করছে একটি পরিবার


এক পরিবারের হাত থেকে রেহাই পেতে জুতা এবং ঝাড়ু হাতে সংবাদ সম্মেলন করছেন বারফা গ্রামের সাধারণ মানুষ ।

মামলাবাজ এক পরিবারের হাত থেকে রেহাই পেতে শুক্রবার সকালে সংবাদ সম্মেলন করেছে বারফা গ্রামের সাধারণ মানুষ। এ সময় জুতা এবং ঝাড়ু মিছিলও করেন তারা।

বাংলাদেশের ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের একটি গ্রাম বারফা। গ্রামে মোট ভোটার ৭৮০, জনসংখ্যা প্রায় ১২০০ জন।

বেশির ভাগ মানুষের পেশা কৃষি। অভিযোগ রয়েছে, বারফা গ্রামের প্রায় ৩০০ নারী-পুরুষের নামে মামলা করেছে একটি পরিবার। শুধু তাই নয়, বছরের পর বছর ধরে করা এসব মামলার সংখ্যা এখন ৩৫-এ দাঁড়িয়েছে। মামলাগুলোতে গ্রামের প্রায় প্রতিটি পরিবারের সদস্যদের নাম অর্ন্তভুক্ত করা হয়েছে।

জানা গেছে, গ্রামের শামসুর রহমান ও মোস্তফা কামাল সুমন নামের দুই ভাই এসব মামলা করেছেন। এর আগে তাদের বাবা আফছার বিশ্বাসও গ্রামের বাসিন্দাদের মামলা দিয়ে হয়রানি করেছেন বলে অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত শামছুর রহমানের মোবাইলে একাধিকবার ফোন করা হয়। কিন্তু তিনি কোনো সাড়া দেননি।

তবে তার ভাই মোস্তফা কামাল সুমন বলেন, "গ্রামে আমাদের অনেক জমি আছে। কিন্তু গ্রামের মানুষ তা দখল করে রাখে। এ কারণে কিছু কিছু মানুষের নামে মামলা দিতে বাধ্য হয়েছি।"

মামলা না নেওয়ার বিষয়ে নির্দেশনা রয়েছে কি-না জানতে চাইলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, "বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। আর এটা জমি সংক্রান্ত বিষয়। তারা আদালতে মামলা করেছে।"

XS
SM
MD
LG