অ্যাকসেসিবিলিটি লিংক

ছক ভাঙা বিয়ে: এবার বরের কপালে সিঁদুর পরালেন কলকাতার তরুণী


বলিউডি ঘরানায় ছক ভেঙেছিল কিছুদিন আগেই। এবার কলকাতার বিয়েবাড়িতেও সেটাই দেখা গেল। বরের কপালে সিঁদুর পরিয়ে নজির গড়লেন তরুণী। ঠিক যেমনটা কিছুদিন আগেই করেছেন রাজকুমার রাওয়ের বাঙালি বধূ পত্রলেখা পাল।

কনের নাম শালিনী সেন। তিনি সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গেছে বরের কপালে তিনি সিঁদুর পরিয়ে দিচ্ছেন। মুখে লেগে আছে এক গাল হাসি। হাসিমুখে বউয়ের হাতে সিঁদুর পরছেন বর অঙ্কনও।

ছক ভাঙা এই বিয়ের ছবি দেখে নেটপাড়ায় শোরগোল পড়ে গেছে। অনেকেই যুগলকে স্বাগত জানিয়েছেন। শালিনীর বোন ফেসবুকে দিদির বিয়ের আরও কিছু ছবি দিয়েছেন। জানিয়েছেন এই বিয়েতে ছিলেন মহিলা পুরোহিতরা। এছাড়া কন্যাদান নামক নিয়মও এতে মানা হয়নি। কেন শুধু মেয়েরাই সিঁদুর পরবে, কেনই বা মেয়েদের বিয়েতে দান করা হবে, সেই প্রশ্ন তুলে দিয়েছে কলকাতার এই ছক ভাঙা বিয়ে।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও বেশ ভাইরাল হয়েছে। সকলেই নব-দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। এবছর কলকাতায় দুর্গাপুজোতেও মহিলা পুরোহিত দেখা গিয়েছিল।

XS
SM
MD
LG