অ্যাকসেসিবিলিটি লিংক

জলজটে চট্টগ্রাম: দুর্ভোগে সাধারণ মানুষ


জলজটে চট্টগ্রাম: দুর্ভোগে সাধারণ মানুষ
জলজটে চট্টগ্রাম: দুর্ভোগে সাধারণ মানুষ

সকাল থেকেই ঝুম ঝুম বৃষ্টি। আর এই বৃষ্টিতেই তলিয়ে গেছে বন্দর নগরী চট্টগ্রামের বিস্তৃর্ণ এলাকা।

সকাল থেকেই ঝুম ঝুম বৃষ্টি। আর এই বৃষ্টিতেই তলিয়ে গেছে বন্দর নগরী চট্টগ্রামের বিস্তৃর্ণ এলাকা। নগরীর আগ্রাবাদ, হালিশহর,পতেঙ্গা, মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, কাতালগঞ্জসহ অধিকাংশ এলাকায় দেখা গেছে কোথাও হাটু পানি, আবার কোথাও কোমর পানি। নগরীজুড়ে তৈরী হয় জলজট। বাসা-বাড়ি, হাসপাতাল সর্বত্রই যেন পানি আর পানি। নালা-নর্দমার ময়লা পানি ঢুকে পড়ায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। নগরীর অধিকাংশ নালা-নর্দমা বেদখল হয়ে যাওয়া, পানি নিষ্কাষনের পথ না থাকা এবং সরকারি বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতার কারনে দুর্ভোগ বাড়ছে বলে জানান স্থানীয়রা।

চট্টগ্রামকে একটি আধুনিক নগরী হিসাবে গড়ে তোলা এবং জলাবদ্ধতা নিরসনে সাড়ে পাঁচ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। কিন্তু এর পর সুফল পাচ্ছে না নগরবাসী। অল্প বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে চট্টগ্রামের বিস্তৃর্ণ এলাকা। এ অবস্থায় জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি তুলেছেন স্থানীয়রা।

please wait

No media source currently available

0:00 0:02:32 0:00


XS
SM
MD
LG