অ্যাকসেসিবিলিটি লিংক

জাকার্তায় মারাত্মক সংঘর্ষে ৬ জন নিহত


Police fire tear gas at protesters in Tanah Abang, Jakarta, Indonesia, early May 22, 2019 in this photo taken by Antara Foto.
Police fire tear gas at protesters in Tanah Abang, Jakarta, Indonesia, early May 22, 2019 in this photo taken by Antara Foto.

ইন্দোনেশিয়ায় পুলিশ ও প্রাবোও সুবিয়ান্তর সমর্থকদের মধ্যে মারাত্মক সংঘর্ষের পর, প্রেসিডেন্ট জোকো উইডোডো বলেছেন দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে কেউ বিঘ্নিত করবে তা তিনি বরদাস্ত করবেন না। সুবিয়ান্ত হচ্ছেন সেনা বাহিনীর সাবেক জেনারেল, যিনি সাম্প্রতিক নির্বাচনে পরাজিত হন কিন্তু নির্বাচনের ফলাফল বিষয়ে প্রশ্ন তুলেছেন।

জাকার্তার গভর্নর বলেছেন বুধবারের সহিংস ঘটনায় অন্তত ৬জন নিহত হয়েছেন এবং ২০০বেশী মানুষ আহত হয়েছেন।

সম্প্রতি পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট জোকো উইডোডো সাংবাদিকদের বলেন “আমরা দাঙ্গার জন্য স্থানকরে দেবো না বিশেষ করে যারা ইন্দোনেশিয়ার ক্ষতি করবে।”

জাতীয় পুলিশ বাহিনীর মুখপাত্র দেদি প্রাসেটিও, ভয়েস অফ আমেরিকাকে বলেছেন মঙ্গলবার রাতে প্রতিবাদ বিক্ষোভ হিংসাত্মক আকার ধারণ করে এবং বুধবার ভোর পর্যন্ত অব্যাহত থাকে। বহু মানুষকে গ্রেপ্তার করা হয়।

XS
SM
MD
LG