অ্যাকসেসিবিলিটি লিংক

জানুয়ারিতেই বাংলাদেশে আসবে ৫০ লাখ টিকা


জানুয়ারিতেই বাংলাদেশে আসবে ৫০ লাখ টিকা
জানুয়ারিতেই বাংলাদেশে আসবে ৫০ লাখ টিকা

আগামী জানুয়ারিতে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেশে আসছে এমনটাই আশা করছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই তথ্য জানিয়ে বলেন, অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকা আনার ব্যাপারে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আগামী জানুয়ারিতে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেশে আসছে এমনটাই আশা করছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই তথ্য জানিয়ে বলেন, অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকা আনার ব্যাপারে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

রোববার ঢাকায় সরকার, বেক্সিমকো ও ভারতের সিরাম ইনস্টিটিউটের মধ্যে এক আনুষ্ঠানিক চুক্তি সই হয়েছে। গত ৫ই নভেম্বর এই তিন পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক চুক্তিসই অনুষ্ঠানে বলেন, আগামি ছয় মাসের মধ্যে তিন কোটি ডোজ টিকা দেশে এসে পৌঁছাবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, জানুয়ারির কোনো এক সময় ভ্যাকসিন আসতে পারে। তবে অবশ্যই এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন প্রয়োজন হবে। ভ্যাকসিন দেয়ার জন্য স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলেও মন্ত্রী উল্লেখ করেন।

ওদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জন মারা গেছেন। এ নিয়ে মৃত্যু দাঁড়ালো সাত হাজার ৫২ জনে। এছাড়া শনাক্ত হয়েছেন এক হাজার ৩৫৫ জন।

করোনার কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষা গ্রহণ করতে পারবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল। তবে পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানিয়েছে, করোনা সংকটে শিক্ষার্থীদের শিক্ষা জীবনে অপূরণীয় ক্ষতি হয়েছে। এই ক্ষতি কাটিয়ে উঠতে হলে এর কোনো বিকল্প নেই। গত মার্চ থেকে বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী

please wait

No media source currently available

0:00 0:01:22 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG