স্কেটবোর্ডে অসামান্য দক্ষতা দেখিয়ে অলিম্পিকে স্বর্ণ, রৌপ্য ও তাম্র পদক জয় করলেন ১৩, ১৩ ও ১৬ বছর বয়সী তিনজন কিশোরী। অলিম্পিক পডিয়ামে ভারী পদক পরা তিন কিশোরীর ছবি দেখলেন তাঁদের বয়সী কিশোর কিশোরীরা ইনষ্টাগ্রামে।
দশকের পর দশক ধরে পুরুষ স্কেটবোর্ডিং এর আড়ালে চাপা পড়ে ছিল মহিলা স্কেটবোর্ডিং। ক্রীড়া জগতের সাহসী উদ্যমী নারীদের সোমবার টোকিও অলিম্পিকে সেই পর্দা সরিয়ে জ্বলে উঠতে দেখা গেলো। কেউ ধারণাই করতে পারবে না অলিম্পিকে প্রথমবার অংশ নেয়া জাপানের মমিজি নিশিয়ার স্কেটবোর্ডিং এ জয়লাভ করা দেখেছেন কয়জন মেয়ে। একই ক্রীড়ার পুরুষ বিভাগেও জাপানেরই ইউতো হরিগোমে স্বর্ণ জেতায় স্বাগতিক জাপানের রাজপথে আনন্দের বন্যা বয়ে যায়।
তবে বিশ্বজুড়ে যে মেয়েরা তাদের মা-বাবাদের বোঝাতে চেষ্টা করছে যে তাদেরকেও স্কেটবোর্ডিং করার অনুমতি দেয়া উচিত, তারা এখন জাপানের ওসাকার মমিজি নিশিয়ার অলিম্পিক জয়কে উদাহরণ হিসাবে তুলে ধরতে পারবে।
অলিম্পিক জয়ের প্রতিক্রিয়ায় নিশিয়া ‘খুব আনন্দিত’ উল্লেখ করে বলেন, তিনি উপহার হিসাবে মায়ের কাছ থেকে জাপানি ইয়াকিনিকু বারবিকিউ ডিনার চাইবেন।
রৌপ্য পদক পান ১৩ বছর বয়সী ব্রাজিলের রেয়সা লিল। রবিবার পুরুষ বিভাগেও রৌপ্য পান ব্রাজিলেরই কেলভিন হোয়েফ্লার।
নিশিয়া এবং লিল দুজনই যার যার দেশে এ যাবতকালের সবচেয়ে কম বয়সী কিশোরী যারা পদক পেলেন।
নারী বিভাগের স্কেট বোর্ডিং এ তাম্র পদক পান জাপানেরই ১৬ বছর বয়সী ফুনা নাকাইয়ামা।
(এপি)