অ্যাকসেসিবিলিটি লিংক

টরন্টোতে বন্দুকধারী ১৪জনকে গুলি করেছে, দুজন নিহত


ক্যানাডার টরন্টোতে পুলিশ সূত্রে বলা হয়, হ্যান্ডগান হাতে এক ব্যক্তি রবিবার রাতে ১৪জনকে গুলি করে। দুজন নিহত হয়। পুলিশের গুলিতে সন্দেহভাজন বন্দুকধারী প্রাণ হারায়।

Toronto Canada
Toronto Canada

প্রত্যক্ষদর্শীরা বলেছেন তারা ২০ থেকে ৩০ বার গুলির আওয়াজ শুনেছে। বন্দুকধারী টরন্টোর গ্রীকটাউন এলাকায় ফুটপাত দিয়ে যাওয়ার সময় গুলি চালায়।

পুলিশ প্রধান মার্ক সন্ডার্স আরও বলেছেন সন্দেহভাজন বন্দুকধারীর সঙ্গে পুলিশের গুলি বিনিময় হয়। তিনি বলেন তদন্তকারীরা গুলি চালনার কারণ নির্ণয় করতে চেষ্টা করছেন। পুলিশ কোন বিকল্পই বাদ দিচ্ছেন না।

টরন্টোর মেয়র জন টোরি সাংবাদিকদের বলেন ওই শহরে বন্দুক একটা সমস্যা হয়ে দাড়িয়েছে। তিনি বলেন বহু মানুষই খুব সহজে হাতে বন্দুক পাচ্ছে।

XS
SM
MD
LG