অ্যাকসেসিবিলিটি লিংক

টাইফুন মাংখুট হংকংএ আঘাত হেনেছে


Strong winds and rain batter buildings and business establishments as Typhoon Mangkhut hits Tuguegarao city, Cagayan province, northeastern Philippines, Sept. 15, 2018. Typhoon Mangkhut slammed into the country's northeastern coast early Saturday.
Strong winds and rain batter buildings and business establishments as Typhoon Mangkhut hits Tuguegarao city, Cagayan province, northeastern Philippines, Sept. 15, 2018. Typhoon Mangkhut slammed into the country's northeastern coast early Saturday.

রবিবার হংকং এবং চীনের দক্ষিণ উপকূলে টাইফুন মাংখুট আঘাত হেনেছে এবং বয়ে এনেছে প্রচন্ড বৃষ্টিপাত ও শক্তিশালী ঝোড়ো হাওয়া।

হংকং ১০ নম্বর সর্বোচ্চ হুঁশিয়ারি সঙ্কেত দিয়েছে।

হংকং অবসারভেটরি ঘরের বাইরে না যাওয়ার জন্য জনগণের প্রতি আবেদন জানিয়েছে। কিন্তু সকলে ওই পরামর্শ মেনে চলেননি।

শনিবার ফিলিপিন্সে মাংঘুট প্রথম আঘাত হানে এবং লুজন দ্বীপের উত্তর প্রান্তে প্রচন্ড ঝড় হয়। রবিবার মৃতের সংখ্যা দাড়ায় ২৫এ। বেশির ভাগ লোকজন হতাহত হয় ভূমিধ্বসে।

XS
SM
MD
LG