অ্যাকসেসিবিলিটি লিংক

টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার বিশাল হার 


ঢাকায় বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে চলমান পঞ্চম টি- টোয়েন্টিতে বাংলাদেশের সাকিব আল হাসান অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথিউ ওয়েডের উইকেট নেয়ার পর উল্লাস করছেন। আগস্ট ৯, ২০২১- রয়টার্স
ঢাকায় বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে চলমান পঞ্চম টি- টোয়েন্টিতে বাংলাদেশের সাকিব আল হাসান অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথিউ ওয়েডের উইকেট নেয়ার পর উল্লাস করছেন। আগস্ট ৯, ২০২১- রয়টার্স

বাংলাদেশের অল রাউন্ডার  সাকিব আল হাসানের বিধ্বংসী বোলিং-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে বাংলাদেশ।

বাংলাদেশের অল রাউন্ডার সাকিব আল হাসানের বিধ্বংসী বোলিং-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে বাংলাদেশ। ফলে বাংলাদেশ ৪-১ ব্যাবধানে সিরিজ জিতলো। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই প্রথম বাংলাদেশের সিরিজ জয়। সোমবার বাংলাদেশের রাজধানী ঢাকায় খেলাটি অনুষ্ঠিত হয়।

১২৩ রানের টার্গেট পূরণ করতে গিয়ে ১৩.৪ ওভারে অস্ট্রেলিয়া মাত্র ৬২ রান করে অল আউট হয়ে যায়। টি-টোয়েন্টিতে এটা অস্ট্রেলিয়ার সর্বনিম্ন সংগ্রহ।

বাংলাদেশের অল রাউন্ডার সাকিব আল হাসান ৯ রান দিয়ে ৪টি উইকেট নেন, আর চমৎকারভাবে তাঁর সঙ্গ দেন মোহাম্মাদ সাইফুদ্দিন ১২ রান দিয়ে ৩ উইকেট সংগ্রহ করে। নাসুম আহমেদ ৮ রানে নেন ২ উইকেট।

টসে জিতে বাংলাদেশ ব্যাট করতে নেমে ওপেনার মেহেদি হাসান ১৩ রান ও মোহাম্মাদ নাসিম ২৩ রান করেন।

গত মাসে ওয়েস্ট ইন্ডিজে হারের পর টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার এটি টানা দ্বিতীয় পরাজয়।অক্টোবরে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্কাপ।

XS
SM
MD
LG