অ্যাকসেসিবিলিটি লিংক

টেক্সাসের হাই স্কুলে নিহতদের সম্মানে ১ মিনিট নিরবতা পালন


Santa Fe High School baseball players bow their heads in a moment of silence for the shooting victims at their school before a baseball game against Kingwood Park High School in Deer Park, Texas, May 19, 2018.
Santa Fe High School baseball players bow their heads in a moment of silence for the shooting victims at their school before a baseball game against Kingwood Park High School in Deer Park, Texas, May 19, 2018.

শুক্রবার টেক্সাস রাজ্যের স্যান্টা ফে হাই স্কুলে মারাত্মক গুলি চালনার ঘটনায় যারা নিহত হন, তাদের সম্মানে, সোমবার সারা রাজ্যে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

তদন্তকারীরা এখনও নির্ধারণ করতে চেষ্টা করছেন গত শুক্রবার বন্দুকধারী কেন স্কুলে গুলি চালিয়ে ১০জনকে হত্যা করে।

সন্দেহভাজন হত্যাকারী ১৭ বছর বয়স্ক ডিমিট্রিয়স প্যাগোর্টজিসকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

XS
SM
MD
LG