শনিবার যুক্তরাষ্ট্রের সর্বত্র হাজার হাজার মানুষ প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করে। অবৈধ অভিবাসনের ক্ষেত্রে ট্রাম্পের কথিত “জিরো টলারেন্স” এর ফলে শিশুদের তাদের পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন করা হয় এবং তাবুতে ও খাঁচায় রাখা হয়।
ট্রাম্প শনিবার পরে টুইট করেন যে “লোকজন যখন আমাদের দেশে অবৈধ ভাবে প্রবেশ করে তখন কোন আইনী পদক্ষেপ ছাড়া তাদের তাৎক্ষণিক ভাবে ফিরিয়ে দেওয়া উচিত।”
ওয়াশিংটন ডিসি ও নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের প্রধান প্রধান শহরে ৬০০ বেশী প্রতিবাদ বিক্ষোভ হয়।
আয়োজকরা বলেছেন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সীমান্তে বাবা মা’র কাছ থেকে সন্তানদের বিচ্ছিন্ন করার ট্রাম্প প্রশাসনের আগের নীতির যারা বিরোধীতা করেন সেই মায়েদের কাছ থেকে তারা জোর সমর্থন পেয়েছেন।