অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্প ইউরোপ সফর শুরু করেছেন


Britain's Queen Elizabeth II stands with President Donald Trump, center, and first lady Melania Trump, left, Britain's Prince Charles and Camilla, Duchess of Cornwall, right, during a ceremonial welcome in the garden of Buckingham Palace in London, June 3
Britain's Queen Elizabeth II stands with President Donald Trump, center, and first lady Melania Trump, left, Britain's Prince Charles and Camilla, Duchess of Cornwall, right, during a ceremonial welcome in the garden of Buckingham Palace in London, June 3

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ব্রিটেন সফরে গেছেন। তিনি রাজ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন, বিদায়ী প্রধানমন্ত্রী টেরেসা মে’র সঙ্গে আলোচনা করবেন এবং নৈশভোজে যোগ দেবেন।

সোমবার ব্রিটেনের রানী এলিজাবেথ ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলেনিয়াকে বাকিংহাম প্রাসাদে স্বাগত জানান। তারা প্রাসাদে পৌঁছান হেলিকপ্টারে। প্রাসাদে তাকে ৪১ বার তোপদ্ধনী করে অভিবাদন জানানো হয়।

ওয়াশিংটন ত্যাগ করার আগে ট্রাম্প বলেছেন তিনি মনে করেন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের একটা বড় ধরনের বাণিজ্যিক চুক্তি করার সুযোগ রয়েছে।

XS
SM
MD
LG