অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্প কিম বৈঠক হবে আগামী বছর জানুয়ারীতে


আর্জেন্টিনায় জি-২০ সম্মেলন শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন তিনি আগামী বছরের শুরুর দিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের তারিখ ঠিক করার চেষ্টা করছেন।

তার আগে তিনি চেষ্টা করছেন যেনো কিমের সঙ্গে দক্ষিন কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনেরও একটি বৈঠক হয়।

কোরিয়ান উপদ্বীপে যেনো শান্তি প্রতিষ্ঠিতত হয় সেই প্রয়াসে দুই কোরিয়ার নেতার মধ্যে এই বেঠক হবে বলে জানানো হয় পাবলিক এ্যাফেয়ার্স সেক্রেটারী ইয়ুন ইয়ং চ্যানের কার্যালয় থেকে।

হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প ও মুন সম্মত হয়েছেন যে উত্তর কোরিয়ার নেতা যেনো কোরিয়াকে পরমানুমুক্ত করা ও ক্ষেপনাস্ত্র পরীক্ষা বন্ধ করাসহ কোরিয়া উপদ্বীপের উত্তেজনা কমাতে চুক্তি অনুয়যায়ী কাজকর্ম অব্যহত রাখে। তার ওপর নিষেধাজ্ঞা জারি রাখারও সিদ্ধান্ত নেয়া হয়।

XS
SM
MD
LG