অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্প বলেছেন ইরানে প্রশাসন পরিবর্তনে তার কোন আগ্রহ নেই


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন তিনি অবাক হননি যে ফ্রান্সের যে শহরে জি সেভেনের শীর্ষ সম্মেলন হয়, ইরানী পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ সেখানে সফরে যান।

ট্রাম্প বিয়ারিটজে সাংবাদিকদের কাছে ওই মন্তব্য করেন যখন তিনি মিশরীয় প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ এই সিসির সঙ্গে এক বৈঠক শুরু করেন। ট্রাম্প বলেন জারিফ যে ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এবং অন্যান্যদের সঙ্গে সাক্ষাৎ করতে যান তার প্রতি তিনি সম্মান দেন।

ট্রাম্প বলেন ম্যাক্রনের সঙ্গে তাঁর সংযোগ রয়েছে। তিনি বলেন তিনি জানতেন তিনি কি করছেন এবং সব কিছুর প্রতিই তার সমর্থন রয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয় যখন থেকে গত বছর ট্রাম্প আন্তর্জাতিক চুক্তি থেকে প্রত্যাহার করেন। ওই চুক্তির অধীনে নিষেধাজ্ঞা শিথিল করার বিনিময়ে ইরান তাদের পারমাণবিক কার্যক্রম সীমিত করে। ট্রাম্প আরও নিষেধাজ্ঞা আরোপ করে বিশেষ করে ইরানের গুরুত্বপূর্ণ তেল শিল্পের ক্ষেত্রে। তার ফলে ইরানের অর্থনীতির ব্যাপক ক্ষতি হয়।

সোমবার ট্রাম্প বলেন ইরানে প্রশাসন পরিবর্তনে তার কোন আগ্রহ নেই তবে তিনি চান ইরান সন্ত্রাসী তৎপরতা বন্ধ করুক।

XS
SM
MD
LG