অ্যাকসেসিবিলিটি লিংক

ঠাকুরগাঁও সীমান্ত থেকে তিনটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার 


ঠাকুরগাঁও সীমান্ত থেকে উদ্ধার করা কষ্টিপাথরের মূর্তি। (ছবি- ইউএনবি)
ঠাকুরগাঁও সীমান্ত থেকে উদ্ধার করা কষ্টিপাথরের মূর্তি। (ছবি- ইউএনবি)

ঠাকুরগাঁও সীমান্ত থেকে তিনটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৬৬ লাখ টাকা বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা থেকে রবিবার রাত সোয়া ১১টার দিকে মূর্তিগুলো উদ্ধার করা হয়।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র সহকারী পরিচালক মো. রাজ মামুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা থেকে মালিকবিহীন প্রায় ৩৬ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি ও ১২০ গ্রাম কাশাপাত্র উদ্ধার করেছে বিজিবি টহল দল। এছাড়া বিজিবি’র অন্য একটি টহল দল সদর উপজেলার আখানগর থেকে মালিকবিহীন প্রায় ৩১ কেজি ওজনের দুইটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করে।

বিজিবি জানায়, সম্ভবত টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মূর্তি ফেলে পালিয়ে গেছে। কাউকে আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি।

XS
SM
MD
LG